আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি বেশ আপনাদের দোয়ায়। তো আজ আমরা ট্রেন্ডিং হট একটা টপিক নিয়ে কিছুটা ডিসকাস করবো। আশা করি আপনাদের ভালো লাগেবে। আজ আমরা কথা বলবো Oppo F21 Pro 5G ফোন টা নিয়ে।
Oppo F21 pro 5G Price in Bangladesh সহ কি কি থাকছে ফোনটাতে, কি কি থাকছে না। ভালো-মন্দ, ফোনের স্পেসিফিকেশন এবং এই মুহূর্তে বাজারে ফোনটির দাম কত এবং এই দামে ফোনটি আপনার জন্য কতটুকু পারফেক্ট হতে পারে সেসব বিষয় নিয়ে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো । তো চলুন শুরু করা যাক –
Main Feature
প্রথমেই আমরা ফোনের মেইন ফিচারও বক্সে কী কী থাকছে সে সব বিষয় নিয়ে কিছুটা জেনে নেব – ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এর 695 একটি প্রসেসর।এছাড়া পেছনে 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ তো পাচ্ছেনই। মোবাইল বক্স কনটেন্ট রয়েছে ইউজার ম্যানুয়াল,সাথে সিম ট্রে ইজেক্টর, সঙ্গে থাকছে একটি সফট ব্যাক কভার, চার্জার হিসেবে থাকছে 33 ওয়ার্ডের ফাস্ট চার্জার, কেবলস হিসেবে থাকছে টাইপ সি পোর্টের ক্যাবলস এবং কংখিত Oppo F21 Pro 5G মোবাইলটি।
Color
প্রথমেই কথা বলব, ফোনটির বডি পার্ট নিয়ে। ফোনটি দেখতে কিন্তু দুর্দান্ত রকমের সুন্দর। প্লাস্টিক বডির এই ফোনটি টেক্সর যুক্ত ব্যাক প্যানেল থাকার কারণে ফোনটিতে কিন্তু খুব সহজে হাতের ছাপ পড়ে না। ফোনটি আপনারা দুইটি আলাদা আলাদা কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে – Rainbow Spectrum এবং আরেকটি হচ্ছে – Cosmic Black.
Display

ফোনটিতে Display হিসাবে ব্যবহার করা হচ্ছে 6.43 ইঞ্চির 1080 রেজুলেশনের ফুল এইচডি প্লাস একটি অ্যামোলেড প্যানেল। ফোনটির থিকনেস হচ্ছে 7.55 মিলিমিটার এবং ফোনটির ওয়েট হচ্ছে 1 73 গ্রাম। size এবং ওজন অনুযায়ী ফোনটি কিন্তু খুবই হ্যান্ডি একটি মোবাইল ফোন।
খুব সহজেই যে কারও হাতে এঁটে যাবে মোবাইল ফোনটি। ফোনটির রাইট সাইড রয়েছে পাওয়ার বাটন এবং লেফট সাইড এ রয়েছে ভলিউম লকার বাটন ও সিম কার্ড ট্রে ।
ফোনটির সিম কার্ড ট্রে তে একটি মাইক্রো সিমকার্ড এবং অন্যটিতে একটি সিম কার্ড অথবা একটি এসডি কার্ড ব্যবহার করার সুযোগ রয়েছে। মোবাইলের উপরের অংশ রয়েছে নয় ক্যান্সলেশন মাইক। নীচের অংশে রয়েছে স্পিকার, টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক এবং সবার প্রিয় 3.5 এমএমের অডিও জ্যাক Port।
ফোনটিতে সিকিউরিটি হিসাবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা কিন্তু খুব দুর্দান্ত একটি ফিচার এবং প্রায় সবার কাছে ফিচারটি অনেক ভালো লাগে।পার্সোনাল ই আমি কিন্তু ফিচারটি খুবই প্রেফার করি। এ ছাড়াও ফেস আনলক সহ অন্যান্য সিকিউরিটি সিস্টেম তো আছেই।
ফোনটিতে ব্যবহার করা স্পিকার কিন্তু দুর্দান্ত লাউড এবং ক্লিয়ার। এটি একটি অসাধারণ প্লাস পয়েন্ট বলতে পারেন। তাই মিডিয়া এবং মিউজিক কনজিউমার রা কিন্তু।ফোনটি খুব পছন্দ করবে।
ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসাবে বর্তমানে রয়েছে অ্যান্ড্রয়েড 11 এবং আশা করছি কিছুদিনের ভিতর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত চলে আসবে। এবং UI হিসেবে রয়েছে অপোর কালারওএস টুয়েল্ভ। এবং মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু আপনি আপ টু 5GB Virtual র্যাম পেয়ে যাচ্ছেন।
আমরা আগেই জেনেছি যে ফোনটিতে একটি 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে রয়েছে যেটির রেজ্যুলেশন হচ্ছে 2400x1080px এর। পাশাপাশি পিক্সেল ডেনসিটি হচ্ছে চারশ নয় পিপিআই। ম্যাক্সিমাম 500 nits পিক ব্রাইটনেস থাকায় ফোনটি কিন্তু আউটডোরে খুব ভালোভাবে ব্যবহার করা যায়।
Camera

ফোনটির ক্যামেরা সেকশনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ফোনটিতে মেন ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা যেটার অ্যাপার্চার 1.7 এবং অন্যান্য Phoner মতো বাকি দুটি ক্যামেরাতে রয়েছে টু মেগাপিক্সেল করে ম্যাক্রো ক্যামেরা এবং Depth সেন্সর। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।
Processor & GPU

ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন এর 695 6nm এর একটি Octacore প্রসেসর, সেই সাথে ফোনটিতে জিপিইউ হিসাবে রয়েছে অ্যাড্রিনো 619। বাংলাদেশে এই ফোনটি শুধুমাত্র একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। যেটি হচ্ছে 8/128GB ভ্যারিয়ান্ট।
Oppo F21 Pro 5G Price in Bangladesh
বর্তমানে এই ফোনটির বাজার মূল্য হচ্ছে 37,990Tk মানে এক কথায় 38 হাজার টাকা। Buy Now
Battery & Charger

অসাধারণ। এই ফোনটি চলার জন্য ফোনটিতে রয়েছে 4500mAh (এমএএইচ) এর একটি।ব্যাটারি। এবং ব্যাটারিতে চার্জ হওয়ার জন্য রয়েছে 33watt একটি ফাস্ট চার্জার। আশা করা যায়, এই চার্জার দিয়ে ব্যাটারি ফুল চার্জ করতে সর্বোচ্চ 1 ঘণ্টা থেকে 1 ঘণ্টা 10 মিনিট মতো লেগে যেতে পারে।
you may also like –
তো এই ছিলো আমাদের আজকের লেখা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না । ধন্যবাদ ❤
ore ki phone a , amar lagbe vai