হার্ডওয়্যার কি? (রহস্য উন্মোচন) – কাজ কি? কত প্রকার ও কি কি ?

হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের সেইসব শারীরিক অংশ যেগুলা মূলত স্পর্শ করা যায়, চোখে দেখা যাই, অনুভব করা যায়। একটি চমকপ্রদ উদাহরণ হচ্ছে আপনার হাতের ডিভাইসটি – যেটির সাহায্যে আপনি এই লেখাটি পড়ছেন। সেটিও কিন্তু আপনি হাতে ধরে আছেন, চোখে দেখা এবং অনুভব ও করতে পারছেন। হার্ডওয়্যার (Hardware) কে সংক্ষেপে “HW” ও বলা হয়ে থাকে।

Hardware - CPU

হার্ডওয়্যার ছাড়া কিন্তু একটি ডিজিটাল ডিভাইস হতেই পারে না এবং কোন সফটওয়্যার ও Hardware ব্যাতিত Fulfill নয়। উপরের ইমেজটি একটি Essential Hardware এর উদাহরণ। মূলত এই হার্ডওয়্যারটি (CPU) একটি ডিভাইজের প্রাণ বলা চলে। এটি ছাড়া কিন্তু একটি ডিজিটাল ডিভাইস তৈরি ই হবে না এবং নাই বা কোন সফটওয়্যার তার কর্ম ক্ষমতা প্রকাশ করতে পারবে।

হার্ডওয়্যার হল মুল ভিত্তি যার উপর সফ্টওয়্যার তৈরি করা হয়, এবং এটি ছাড়া, আমাদের ডিজিটাল বিশ্বের অস্তিত্ব থাকবে না।

Robert X. Cringely

এই আর্টিকেল টির প্রধান উদ্দেশ্য হল হার্ডওয়্যার এবং এর বিভিন্ন উপাদানগুলির একটি ব্যাপক ওভারভিউ প্রদান করা। আশা করি Hardware ki সে নিয়ে বা কি কাজে লাগে তা নিয়ে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। চলুন এবার আমরা বিভিন্ন ধরণের হার্ডওয়্যার, তাদের কার্যকারিতা এবং কীভাবে সেগুলি আপগ্রেড এবং বজায় রাখতে হবে তা নিয়ে আলোচনা করব।

হার্ডওয়্যারের প্রকারভেদ

হার্ডওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে – নিচে প্রধান প্রধান হার্ডওয়্যার গুলা নিয়ে আলোচনা করা হলো এতে করে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে।

Central Processing Unit (CPU)

CPU hardware

CPU বা Central Processing Unit একে মূলত কম্পিউটারে ব্রেইন বলা হয়। এটিই মূলত একটি ক্মপিউটার কে কিভাবে চলতে হবে সেটা নির্দেশ দিয়ে থাকে এবং পরিচালনা করে থাকে। কম্পিউটারের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলার মধ্যে সিপিউ অন্যতম।

Random Access Memory (RAM)

RAM image

RAM হল এক ধরনের কম্পিউটার মেমরি যা অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। একটি কম্পিউটারে যত বেশি RAM থাকে, তত বেশি ডেটা সংরক্ষণ করতে পারে, তাই যার কম্পিউটারে র‍্যাম যত বেশি তার কর্মক্ষমতা তত বেশি।

Motherboard

Computer motherboard Image

মাদারবোর্ড হল কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড। এটিতে CPU, RAM এবং অন্যান্য উপাদান রয়েছে এবং এই উপাদানগুলির মধ্যে ডেটা প্রবাহের জন্য সংযোগ প্রদান করে। এতক্ষন আমরা যে সিপিউ বা র‍্যামের কথা জানলাম সেটা কিন্তু এই মাদারবোর্ড ছাড়া অচল বলা চলে।

Hard Disk Drive (HDD)

HDD image

হার্ড ডিস্ক ড্রাইভ হল এক ধরনের স্টোরেজ ডিভাইস যা স্পিনিং ডিস্কে ডেটা সঞ্চয় করে। এটি সাধারণত সলিড-স্টেট ড্রাইভের (SSD) এর চেয়ে বড় এবং তুলনামূলক স্লো কাজ করে, তবে দামেও কিন্তু SSD থেকে বেশ সস্তা এবং অনান্য Hardware এর মতো কিন্তু এটার বাসস্থান ও Motherboard এর বুকে।

Graphics Processing Unit (GPU)

GPU - Graphic Card image
© Christian Wiediger

GPU কম্পিউটারে গ্রাফিক্স এবং ছবি রেন্ডার করার জন্য প্রধান ভুমিকা পালন করে। এটি গেমিং এবং গ্রাফিক ডিজাইন অ্যাপ্লিকেশনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যার পিসির জিপিউ যত ভাল তার গ্রাফিক্স আউটপুট ও তত সুন্দর।

A powerful GPU is like a turbocharger for your computer, providing a boost in performance for demanding applications

Anand Lal Shimpi

Hardware Components

হার্ডওয়্যার কিন্তু বিভিন্ন রকমের হতে পারে আমরা আগেই জেনেছি এবার এগুলাও কয়েকটা ভাগ করে আলোচনা করবো যাতে করে আরো ধারণা ক্লিয়ার হতে পারে।

Input Devices

ইনপুট ডিভাইস হলো যে গুলার সাহায্যে আমরা ডাটা ইনপুট করি বা ডিভাইসকে কমান্ড দিয়ে থাকি যেমন –

  • Keyboard – কম্পিউটারে টেক্সট এবং কমান্ড ইনপুট করতে ব্যবহৃত হয়।
  • Mouse – একটি কম্পিউটার স্ক্রিনে কার্সারের গতিবিধি নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
  • Scanner- ফিজিক্যাল ডকুমেন্ট ডিজিটাইজ করতে ব্যবহৃত হয়।

Output Devices

আউটপুট ডিভাইস হচ্ছে জেগুলার সাহায্যে ডিভাইস আমাদেরকে ডাটা আউটপুট করে বা আমাদেরকে দেয়। যেমন –

  • Monitor – কম্পিউটার থেকে আউটপুট প্রদর্শন করে।
  • Printer – কোন তথ্য প্রিন্ট করতে ব্যাবহার করা হয়।
  • Speaker – কম্পিউটার থেকে শব্দ বাহির হতে ব্যবহৃত হয়।

আশা করি বুঝতে পেরেছেন। তবে হার্ডওয়্যার এর সীমা কিন্তু এতটুকু নয় । বিভিন্ন ধরনের হার্ডওয়্যার হতে পারে। এবার আমায় বলুন তো। হাবলু যদি আপনাকে প্রশ্ন করে হার্ডওয়্যার কি? কি কাজে ব্যাবহার করা হয় আপনি বলতে পারবেন না? আশা করি আপনি হাব্লুকে তাক লাগিয়ে দিবেন 🤭

লেখাটি যদি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে আপনার আরো এক হাব্লু বন্ধুকে শেয়ার করতে একদম ই ভুলবেন না। আর যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে ফাটাফট লিখে ফেলুন আমি আছিই তো। এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ 💖

Leave a Comment