টেলিগ্রামের ৫ টি ফিচার যা মেছেজিং এ এনেছে এক অন্য মাত্রা

হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়াই অনেক ভাল আছি। তবে আজ মনটা একটু খারাপ হুট করেই। তাই ভাবলাম কিছু একটা লেখা যাক, আজ আমরা টেলিগ্রামের ৫ টি অস্থির ফিচার সম্পর্কের জানবো। যারা অলরেডি টেলিগ্রাম ইউজার আছেন বা অলরেডি প্রো তারা এই লেখাটি স্কিপ করতে পারেন।

লেখাটি শুধুমাত্র তাদের জন্য যারা টেলিগ্রাম নিয়ে ধারনা কম রাখেন বা টেলিগ্রাম এখনো ইউজ করেন নি। লেখাটি পড়লে টেলিগ্রাম সম্পর্কে নতুন এক অভিজ্ঞতা হতে পারে। চলুন জেনে আসা যাক জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামের ৫ টি অসাধারণ ফিচার সম্পর্কে । যা মেসেজিং কে নিয়ে গেছে এক অনন্য মাত্রায়।

1. অসাধরন স্টীকার

টেলিগ্রামের সবথেকে আমার প্রিয় যে ফিচার সেটা হচ্ছে অসাধারণ সব স্টিকার। যেটার জন্য অন্য সব মেসেজিং প্লাটফর্ম থেকে এটাকে আমার বেশি ভাল লাগে। আমার জানা মতে টেলিগ্রামের মত এত এত এক্সাটিং সব স্টিকার হয়তো অন্য কোন প্লাটফর্মে নাই। আপনি যদি স্টিকার বা ইমোজি লাভার হয়ে থাকেন তাহলে টেলিগ্রাম একবার অবশ্যই ট্রাই করবেন।

2. Editing sent messages

নরমালি আমরা যদি Messenger এ টেক্সট করি সেক্ষেত্রে কিন্তু সেন্ড করা টেক্সট আমারা এডিট করতে পারিনা। মেসেজটা আমাদের রিমুভ করার অপশন থাকে কিন্তু টেলিগ্রামে কিন্তু আপনি কোন টেক্সট পাঠানোর পরেও সেটা এডিট করতে পারেন।

এটা অনের ভাল নাও লাগতে পারে। তবে আমি বেশ এনজয় করি ফিচার টা। আপনার কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু।

3. Telegram Bots

টেলিগ্রামের অসাধারণ ফিচারগুলোর মধ্যে বট ফিচার অন্যতম। টেলিগ্রাম কিন্তু অসাধারণ অসাধারণ সব Bot রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। যে কোনও ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থেকে শুরু করে টেক্সট টু স্পিচ, এছাড়াও রয়েছে ডাউনলোডার, সেই সাথে বট ডেভেলপের অপশন তো থাকছেই। টেলিগ্রামের এই বট ফিচারটি কিন্তু টেলিগ্রামকে অন্যান্য সব মেসেজিং প্ল্যাটফর্ম থেকে আলাদা করে রেখেছে।

আপনি যদি এখনও টেলিগ্রামের এই Bot ফিচারটি ইউজ না করে থাকেন। তাহলে ব্যবহার করে দেখতে পারেন। এবং জানাতে পারেন আপনার কেমন লেগেছে।

4. রিয়েলিস্টিক ইমোজি

টেলিগ্রাম কিন্তু এখন প্রিমিয়াম ইউজারদের জন্য রিয়েলিস্টিক সব ইমোজির কালেকশন রয়েছে। আপনি যদি আমার মতো একজন ইমোজি লাভার হয়ে থাকেন। তাহলে টেলিগ্রাম এর সব ইমোজিগুলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভাল্লাগবে।

5. পিন মেসেজ

টেলিগ্রাম এ আপনি চাইলে আপনার পছন্দের মানুষগুলোকে পিন করে চ্যাট লিস্টের উপরে রাখতে পারেন। এতে করে আপনি আপনার পছন্দের কনভার্সেশন গুলো পেয়ে যাবেন একদম হাতের নাগালে।

শেষ কথা

নর্মালি আমরা প্রায় সবাই অনেক ধরনের ম্যাসেজিং অ্যাপ করে থাকি। টেলিগ্রাম কে আর অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মগুলো থেকে কিছুটা ভিন্ন মনে হয়েছে। তাই চেষ্টা করছি টেলিগ্রাম সম্পর্কে পাঁচটি অসাধারণ ফিচার নিয়ে আপনাদের জানাতে। কোন ফিচারটি সব থেকে আপনার কাছে বেশি ভালো মনে হয়েছে এবং কেন আমাদেরকে জানাতে পারেন। লেখাটা ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ❤

1 thought on “টেলিগ্রামের ৫ টি ফিচার যা মেছেজিং এ এনেছে এক অন্য মাত্রা”

Leave a Comment