কাগজ দিয়ে বানানো সবচেয়ে দামি জিনিস কি ? এবং কেন?

কাগজ দিয়ে বানানো সবচেয়ে দামি জিনিস হল আল-কুরআন

কারণ আমরা সবাই জানি কাগজ আমাদের বিভিন্ন কাজে লাগে। আমরা আমাদের প্রয়োজনীয় অনেক কাজে কাগজ ব্যাবহার করে থাকি। কিন্তু একজন মুসলমানের জন্য এই পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কুরআন। আর তাই এই কিতাব যখন কাগজ দিয়ে তৈরি হয় তখন সেই কাগজ ও দামি হয়ে যায়।

al Quran image

আমরা সবাই জানি এই পৃথিবীতে অথবা পৃথিবীর বাইরে যা কিছু আছে এবং যা কিছু সৃষ্টি সব কিছুই মহান আল্লাহর সৃষ্টি এবং কুরআন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বানী। আর আল্লাহর সে বানী যে কাগজে লিখিত সে কাগজের দাম একজন মুমিনের কাছে ঠিক কতটা সেটা শুধুমাত্রএকজন মুমিন মুসলমানই জানে।

কাগজ দিয়ে বানানো সবচেয়ে দামি জিনিস হচ্ছে আল কুরআন

এখনও পর্যন্ত এই পৃথিবীতে সবথেকে বেশি পঠিত কিতাবও এই আল কুরআন। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে একজন মুসলমানকে এই কিতাব পাঠ করতে হয়। পৃথিবীতে এমন আর কোন কিতাব বা বই না যা এতবার পড়া বা তিলাওয়াত করা হয়।

তাই সে কিতাব যে কাগজে তৈরি সে কাগজ থেকে দামি কাগজ এই পৃথিবীতে আর কি হতে পারে। আর তাই একজন মুসলমানের কাছে কাগজ দিয়ে তৈরি বা বানানো সবথেকে দামি জিনিস হচ্ছে আল কুরআন

image credit: iStock

Leave a Comment