AI Writing শনাক্ত করার জন্য OpenAI এর নতুন টুলস

চলুন OpenAI এর এই নতুন টুল সম্পর্কে কিছুটা জেনে আসা যাক। কি কি থাকছে এই টুলসে, কী ভাবে ব্যবহার করতে হবে এবং ডাটাগুলো কতটাই বা সঠিক সে সব সম্পর্কে বিস্তারিত জানআতে চেষ্টা করব আজকের এই আর্টিকেলে। প্রথমে হাইলাইট দিয়ে শুরু করা যাক।

Highlights

  • নতুন এই টুলের Main ফিচারটি হচ্ছে এটি মানুষ নাকি রোবট দিয়ে লেখা সেটি শনাক্ত করতে পারে তবে তাঁর Accuracy 100% সঠিক নয়।
  • এটি কিন্তু AI এবং মানুষের দুইটির লেখাই গুলিয়ে ফেলে জদিও সেটির চাঞ্চ কম বলে দাবি উদ্যোক্তাদের।
  • তাই আমার মতে এখনো পর্যন্ত এই টুলসের ডাটাকে সিরিয়াসলি না নেওয়ার জন্য পরামর্শ থাকবে ।

তবে যেহেতু বাজারে টেকনলোজির নতুন প্রোডাক্ট এসেছে সেহেতু আমাদের সেগুলা নিয়ে জানাটা জরুরি এবং সচেতন থাকা উচিত বলে আমি মনে করি। এজন্য আজকের এই ছোট্ট নিউজটি।

আমরা সবাই জানি যে কিছুদিন আগে ওপেনএআই বা ChatGPT পুরা দেশ জুড়ে একটি হুলস্থূল কাণ্ড বাধিয়ে দিয়েছে। তা প্রায় সবাই এখন রোবট দিয়ে আর্টিকেল অথবা বিভিন্ন ইনফরমেশন লিখিয়ে সেটা নিজের বলে দাবি করছে।

আর তাই এই সমস্যার সমাধান হিসাবে ওপেনএআই আবার নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করল। মূলত এটা দিয়ে কোনও একটি আর্টিকেল হয় একজন মানুষের লেখা নাকি AI দিয়ে লেখা সেটা সনাক্ত করা যাবে বলে দাবি উদ্যোক্তাদের

তবে এটা সত্য যে টুলটি এখনও 100% সঠিক তথ্য আমাদেরকে দিতে পারে না। একটি ইংরেজি বই টেস্টে টুলিটি সঠিকভাবে ২৬% AI জেনারেটেড বলে শনাক্ট করে, আবার একই ভাবে মানুষের লেখাকেও কিন্তু ৯% সময়ে সে AI বলে দাবি করেছে। এটা এখনো স্টাবল নয়।

তবু যেহেতু মার্কেটে এখন টেকনোলজির নতুন Product & AI আবির্ভাব হয়েছে সেহেতু প্রত্যেকটা নতুন নতুন টুল এবং প্রোডাক্ট সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত বলে আমি মনে করি।

কিভাবে টুলটি ব্যাবহার করবেন?

টুলটি ব্যাবহার করা একদম সহজ। প্রথমে Login Page এ যেয়ে লগিন করুন তারপর – আপনার লেখা টি দিয়ে সাবমিট করুন। যেহেতু আপনি এক্সপার্ট বলে আমি মনে করি তাই এতটুকু আর আপনাকে দেখানো লাগবে বলে আমার মনে হয় না।

টুলটি মুলত কয়েকটি ধাপে ইনপুট করা তথ্যের রেজালট দিয়ে থাকে, সেগুলা হলো –

  • Very unlikely
  • Unlikely
  • Unclear if it is
  • Possibly
  • Likely
Example

এটা রেজাল্ট দিয়েই আমাদের বিচার করতে হবে।

আরেকটা জিনিস সেটি হচ্ছে আপনাকে এটি ট্রাই করতে হলে কমপক্ষে ১০০০ ক্যারেক্টার ইনপুট করতে হবে। তা না হলে রেজাল্ট দিবে না। উপরের ফটোতে আমি ৪০০ ক্যারেক্টারের একটি ইনফো ইনপুট করে সাবমিট করলে আমাকে Notice দিয়েছে। তাই আপনি যখন ট্রাই করবেন কমপক্ষে ১০০০ ক্যারেক্টার দিয়ে তারপর সাবমিট দিবেন।

আপনার টেস্ট রেজাল্ট কী ছিল আমাদের জানাতে ভুলবেন না কিন্তু। নতুন এই সব টেকনোলজী এবং এই টুল নিয়ে আপনার মতামত কী সেটাও আমাদের কমেন্ট জানাতে পারেন।

তবে এটা একটা AI হলেও এটা কিন্তু বেশ ইউজফুল, আমি আমার পার্সনাল কাজে ব্যাবহার করি এমন ৫ টি ইন্টারেস্টিং হ্যাকস যেগুলা আপনার দৈনন্দিন জীবন আরো বেশি এডভান্স করবে।

তো এই ছিল নতুন টেকনোলজি নিয়ে ছোট্ট একটি গসিপ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভাল লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। ধন্যবাদ 💖

1 thought on “AI Writing শনাক্ত করার জন্য OpenAI এর নতুন টুলস”

Leave a Comment