আজকের আর্টিকেলে আমরা বাংলাদেশে vivo v2029 এর দাম অর্থাৎ Vivo v2029 price in Bangladesh সম্পর্কে জানবো। আলোচনা করবো ফোনটির সব বিস্তারিত সম্পর্কে । তো চলুন দেখে নেওয়া জাক।
অবাক হলেও সত্য যে Exact Vivo v2029 নামে কোন ফোন বাজারে নাই। এটা হচ্ছে Vivo Y20 ফোন এর একটি মডেল নাম্বার।

তার মানে Exact ফোনের নাম হচ্ছে Vivo Y20। তো আজ আমরা ভিভো V2029 Model Number এর এই ফোন টি সম্পর্কে বিস্তারিত জানবো। যেমন – বাংলাদেশ মার্কেটে ফোনটির দাম কত। ইন্ডিয়ার মার্কেটে দাম কত? এবং কি কি থাকছে ফোন টি তে। সেসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো । চলুন শুরু করা যাক।
Vivo v2029 Price in Bangladesh

বাংলাদেশে Vivo Y20 মানে V2029 এর 4/64GB এর অফিশিয়াল দাম 13,990 TK বা 14,000 TK।
Vivo v2029 Price in India

ইন্ডিয়ার বাজারে Vivo v2029 এর 4/64 GB এর দাম 13,480 রুপি। এবং 6/64 GB ভ্যারিয়ান্টের দাম 16,999 মানে 17,000 রুপি।
Vivo Y20/V2029 Full Specifications
Vivo V2029 এর বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রাইস তো আমরা জানলাম চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক কি কি অফার করছে ফোনটি।
Model Name | Vivo Y20 |
Model Number | Vivo V2029 |
Color | Obsidian Black, Nebula Blue |
Display Size | 16.54 cm (6.51 inch) |
Display Resolution | 1600 x 720 Pixels |
RAM | 4GB / 6GB |
ROM | 64GB |
Processor | Qualcomm Snapdragon 460lio P35 |
Primary Camera | Qualcomm Adreno 610 |
Primary Camera | 13MP + 2MP + 2MP |
Secondary Camera | 8MP Front Camera |
Bluetooth Support | Yes✅ |
USB Connectivity | Yes✅ |
3.5mm Audio Jack | Yes✅ |
Weight | 192.3 g |
You May Also like –
Conclusion
আশা করি Vivo V2029 অর্থাৎ Vivo Y20 এর BD price and India Price সম্পর্কে জানতে পেরেছেন। এবং সেই সাথে Vivo V2029 এর ফুল স্পেসিফিকেশন ও তুলে ধরতে চেষ্টা করেছি যাতে করে আপনাদের দামের পাশাপাশি স্পেসিফিকেশন টাও জানতে সুবিধা হয়।
3 thoughts on “Vivo v2029 price in Bangladesh 2022 | বাংলাদেশে vivo v2029 এর দাম 8/128GB”