হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার? আশা করি সবাই ঠিকঠাক। এর আগে কিন্তু আমরা Oppo f21 Pro 5G ফোনটি সম্পর্কে জেনেছি, আজ আমরা Oppo F21s Pro নিয়ে কথা বলবো, জানবো কি কি থাকছে এই ফোনে এবং Oppo f21s pro Price in Bangladesh (BD). তো চলুন দেখে নেওয়া যাক এই ফোনের সম্পূর্ণ বিস্তারিত।
Oppo f21s pro price in Bangladesh
বাংলাদেশের বাজারে ৫ অক্টবর থকে ৯ অক্টবর পর্যন্ত Oppo f21s এর প্রি অর্ডার চলছে এবং Oppo f21s Pro এর দাম রাখা হয়েছে ২৯,৯৯০ টাকা।
এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোনের প্রি অর্ডার এর সাথে থাকছে লিমিটেড এডিশন এর একটি গিফট বক্স। যেটাতে থাকছে অসাধারণ সব গিফট।

তো আপনি যদি ১০ তারিখের আগে এই Band new Oppo f21s এর ফোনটি প্রি অর্ডার করে ফেলেন। তো আপনিও পেতে পারেন এই Limited Edition style box টি। Good Luck.
Oppo F21s Pro Specification
এতক্ষণ আমরা Oppo f21s Pro এর দাম এবং এর নতুন গিফট সম্পর্কে জানলাম চলুন এবার কি কি থাকছে এই ফোনটিতে সেগুলা দেখে নেওয়া যাক।
Build & Design
ফোনটি প্লাস্টিক বিল্ড পলি কার্বনেটে বিল্ড করা হয়েছে এবং পেছনে থাকছে ম্যাট ফিনিসিং জার কারনে ফিঙ্গার প্রিন্ড স্ক্রাচ থেকে বেচে থাকবে আপনার ফোনটি। ফোনটির পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটাপ এবং ফোনটির ঠিক রাইট সাইটে থাকছে পাওয়ার বাটন এবং লেফট সাইটে থাকছে ভলিউম লকার ও সিম ট্রে পয়েন্ট।
ফোনটির নিচের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো একটি সিঙ্গেল বটোম ফায়ারিং স্পিকার, টাইপ সি চারজিং Port, মাইক্রোফোন পোর্ট এবং সবার প্রিয় 3.5m এর ইয়ারফোন জ্যাক।

এবং ফোনটির উপরের দিকে রয়েছে একটি নয়েস ক্যান্সলেসন মাইক্রফোন।
Display

ফোনটিতে ডিস্প্লে হিসাবে থাকছে 6.43″ এর একটি ফুল এইচডি প্লাস এমোলেড প্যানেল। যেটার রিফ্রেস রেট সর্বোচ্চ 90HZ এর রেজুলেশন 1018×2400 এবং বডি স্ক্রিন রেশিও 90.80% । এবং ব্রাইটনেস সর্বোচ্চ 600 nits. এবং মজার ব্যাপার হচ্ছে এটাতে ডিসপ্লে পোরটেকশন হিসাবে থাকছে করনিং গরিলা গ্লাস 5 এর প্রটেকশন যেটা কিন্তু বেশ প্রয়োজনীয় একটি জিনিস।
Storage
ফোনটিতে সোরেজ হিসাবে থাকছে 8GB Ram এর সাথে 128GB Rom এবং এটার Ram Type LPDDR4x এবং Rom UFS 2.2 এর। বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে ফোনটিতে কিন্তু আপনি OTG supportও পাবেন।
Camera

এবার আসা যাক এই ফোনের মোস্ট ইন্টারেস্টিং পার্ট অর্থাৎ Camera নিয়ে। Phone টিতে ক্যামেরা হিসাবে থাকছে Rare এ Tripple camera setup 64+2+2MP camera. এবং ফন্টে থাকছে 32MP এর একটি সেলফি ক্যামেরা ।
Chips

ফোনটিতে চিপসেট হিসাবে থাকবে Qualcomm® Snapdragon™ 680 এর একটি অক্টাকোর প্রসেসর এবং GPU হিসাবে থাকবে Adreno™ 610 @ 1100MHz.
Bettery

ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকছে 4,500mAh এর একটি ব্যাটারি, যেটাতে চার্জ করার জন্য সাথে থাকছে 33watt এর একটি fast charger.
আরো যেসব কম্পোনেন্ট ইউজ করা হয়েছে সেগুলা নিচে দেওয়া হলো –
Name | Details |
Biometrics | Fingerprint ✅ Facial Recognition ✅ |
Sensors | Geomagnetic sensor Proximity sensor In-display optical sensor Accelerometer Gravity sensor Gyroscope Pedometer |
Cellular Network | |
SIM Card Type | SIM 2 ✅ Nano-SIM card / Nano-USIM card |
Frequency Band | SIM1 GSM: 900/1800MHz WCDMA Bands: 1/8 LTE FDD Bands: 1/3/8 LTE TDD Bands: 38/40 SIM2 GSM: 900/1800MHz WCDMA Bands: 1/8 LTE FDD Bands: 1/3/8 LTE TDD Bands: 38/40 |
Connectivity | |
WLAN | Wi-Fi 5 (802.11ac) and 802.11a/b/g/n; Wi-Fi 2.4GHz/Wi-Fi 5.1GHz/Wi-Fi 5.8GHz; Wi-Fi display and Wi-Fi tethering |
Bluetooth Version | Bluetooth v5.1 |
Bluetooth Audio Codec | AAC, SBC, aptX, aptX HD, LDAC |
USB Interface | |
USB | Type-C ✅ |
Earphone Jack | 3.5 mm ✅ |
NFC | Not supported 🚫 |
Operating System | ColorOS 12.1 |
You May Also Like –
Oppo F21s Pro এর বক্সে কি কি থাকবে?
ফোনটিতে বক্সের সাথে পাওয়া যাবে – Phone x 1, Charger x 1, USB data cable x 1, SIM Ejector Tool x 1, Safety Guide x 1, Quick Guide x 1, Protective Case x 1
Oppo F21s Pro এর দাম কত ?
বর্তমানে ফোনটির বাজার মূল্য 29,990 TK.
Oppo F21s Pro কি NFC Supported ?
না Oppo f21s Pro NFC supported নয়।
Conclusion
আশা করি Oppo f21s Pro Price in Bangladesh সহ ফোনের ফুল ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। লেখাটি যদি আপনাদের ভাল লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কোন ধরনের মন্তব্য থাকলে কমেন্ট বক্সে করে ফেলুন আমরা তো আপনাদের কমেন্টের পেতে খুব ভালবাসি। ধন্যবাদ ❤
🔗Phone Details Source
1 thought on “Oppo F21s pro price in Bangladesh | বাংলাদেশে Oppo f21s pro এর দাম”