Tecno Pova 4 Pro Price in Bangladesh | Tecno Pova 4 Pro ফোনের দাম কত ?

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। ফোন নিয়ে পোষ্ট দেখতেছেন মানে ভালো একটা ফোন নেওয়ার আশায় নিশ্চয় আছেন।আশা করি আপনাদের মনের মত একটা ফোন নিয়ে কথা বলব আজকে। আমরা আজকে যে ফোন নিয়ে কথা বলব, বর্তমান সময়ে মিডরেঞ্জ বাজেটে সব দিক দিয়ে সুন্দর একটি ফোন , আজকে জানাবো about Tecno Pova 4 Pro Price in Bangladesh

আশা করি ফোনটি আপনাদের কাছে ভাল লাগবে। তো যে ফোনটা কথা বলতে চাচ্ছিলাম সেটার নাম Tecno Pova 4 Pro. আপনারা আগে হয়ত অনেকেই ফোনটির নাম শুনছেন।

Tecno Pova 4 Pro price in Bangladesh বাংলাদেশে ইতিমধ্যে ফোনটি launch হয়ে গেছে মোটামুটি একটা প্রাইচ রেঞ্জে। অনেকেই হয়ত বিষয়টি ইতিমধ্যে জেনে গিয়েছেন। ফোনটি আসলে কেমন হবে, এই মূহুর্তে বাংলাদেশ মার্কেটে ফোনটির মূল্য কত , ফোনটি আসলে কাদের জন্য নেওয়া বেটার হবে, সব টুকিটাকি প্রয়োজনীয় বিষয় নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব।

আশা করছি পোস্টটি আপনাদের Tecno Pova 4 Pro price & full specifications সমপর্কে জানতে সম্পূর্ন সাহায্য করবে । তো চলুন শুরু করা যাক।

Main Feature

প্রথমেই জেনে নেওয়া যাক ফোনটির বক্সে এবং মেইন ফিচারে কি কি থাকছে। প্রথমেই বক্স খুললে একটি সিলিকন কেস পেয়ে যাবেন ফোন প্রটাকশনের জন্য যেটাকে আমরা অনেকেই ব্যাক কভার ও বলে থাকি। সাথে 45W এর একটি Charger ও পেয়ে যাবেন ,যেহেতু 45W এর চারজার সেহেতু চার্জ কিন্তু অনেক দ্রত হবে এটা আগে থেকেই বুঝতেছি সবাই।

আইফোন বা অন্যান্য ফোনের ট্রেন্ড ফলো না Tecno কিন্তু ফোনের সাথে সুন্দর একটি হেডফোন ও রাখতেছে। ফোনটির ডিসপ্লে হিসাবে থাকতেছে AMOLED FULL HD+ Display ,প্রসেসর হিসাবে থাকতেছে MediaTek Helio G99 6nm গেমিং প্রসেসর ,

অপারেটিং সিস্টেম হিসাবে থাকতেছে Android 12, এর পরে আসতেছে ফিংগারপ্রিন্ট যেটি সবার মত করে সাইডেই দেওয়া হয়েছে যেটি আমার কাছে বেশ সুন্দর লেগেছে ।

অন্যদিকে ব্যাটারি হিসাবে থাকতেছে non-removable 6000MAH Li-Poly Battery যেটি বেশ আকর্ষণীয় একটি বিষয় ।

Tecno Pova 4 Pro Price in Bangladesh

বর্তমান মার্কেটে টেকনো পোভা 4 প্রো এর দাম 26,990 TK.

Color

techno pova 4 pro color

Tecno Pova 4 Pro ফোনটি একটি color ভেরিন্ট এ লন্স করছে , Fluorite Blue যেমনটা ফটোতে দেখতে পারতেছেন এক কথায় দেখতে অসাধারন লাগতেছে ।ফোনটি EDGE ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ার কারনে খুব সহজে স্কাচ পড়ার সম্ভাবনা খুবই কম ।

Display

techno pova 4 pro display

অসাধারন ফিচারযুক্ত এই ফোনটির ডিসপ্লে হিসাবে ব্যাবহার করা হয়েছে AMOLED FHD+ Display যেটার সাইজ 6.66 inches এবং রেজুলেশন 1080 x 2460 pixels সাথে ডিস্প্লে প্রটাকসান হিসাবে থাকতেছে Corning Gorilla Glass 3, সাথে থাকছে 90Hz Refresh Rate যেটি ফোনটী স্মুথলি কাজ করতে অনেকটা হেল্পফুল। ফুল HD+ Amoled Display হওয়ার কারনে ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ কালারফুল এবং সুন্দর ছিল।

Camera

techno pova 4 camera

ফোনটির ক্যামেরা হিসাবে টেকনো দিচ্ছে Dual Camera বা Dual Sensor যার মেইন সুটারটি 50 MP, f/1.9, 26mm (wide), 1/1.56″, 1.0µm, PDAF, 50MP ক্যামেরা হিসাবে কম্ন আলতে ছবি তলার অভিজ্ঞতা যথেষ্ট ভাল ছিল। ফন্ট ক্যামেরা হিসাবে 8MP যেটা এই বাজেট রেঞ্জে আরো কিছুটা বেশির এক্সপেকটেশন ছিল। এছাড়া ক্যামেরা দিয়ে ভিডিও রেজুলেশন হিসাবে 4K ভিডিও করতে পারবেন। এই ছিল আমাদের ক্যামেরা নিয়ে অভিজ্ঞতা।

Processor & GPU

processor & GPU

টেকনো অন্য দিকে খুব বেশি ফোকাস না দিলেও Tecno Pova 4 Pro ফোনটিতে Mediatek Helio G99 6nm Processor দিয়ে বিশেষ করে ভালো গেমিং এবং অন্যান্য সব কিছু ইউস করার সময় যেন স্মুথ পারফরমেন্স পাওয়া যায় এর জন্য high power processor এর সাথে 90HZ Display রিফরেস রেট এড করা হয়েছে। Mediatek G99 এর প্রসেসর এর সাথে 90HZ রিফ্রেস রেট হওয়ার কারনে ডেইলি পারফরমেন্স মোটামুটি ভালো ছিল।

Others Features

অসাধারন সব ফিসারবিশিষ্ট ফোনটির ব্যাটারির MH একটু বেশি হওয়ার কারনে এর ওজন একটু বেশিই রয়েছে যেটি 179.5 g . কিন্তু Display সাইজ 6.66 inches হওয়ার কারনে যেটি ফোনের সাথে একদম মিলে যায়। যেটা আপনারা ফোনের ফটো দেখে হয়ত বুঝতে পারছেন। ফোনের রাইট সাইডে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ পাওয়ার বাটন এবং একটু উপরে পাবেন ভলিউউম বাটন ।

স্টোরেজ হিসাবে থাকতেছে 8/256GB RAM ROM এর পরেও যদি কারো স্টোরে প্রয়োজন হয় তার জনক্স থাকতেছে ডেডিকেটেড মেমোরি স্লট। সিমের জন্য থাকতেছে বারাবরের মত ডুয়াল স্লট। কালার আপনারা আগেই দেখছেন ফটোতে Fluorite Blue, যেটি এই ফোনটির সব থেকে আকর্ষনীয় বিষয় ।

You May Also Like –

বাংলাদেশে Oppo f21s pro এর দাম
বাংলাদেশে vivo v2029 এর দাম 8/128GB

অপারেটিং সিস্টেম হিসাবে থাকতেছে সম্পূর্ন আপডেটেড Android 12. ফ্লাস হিসাবে থাকতেছে LED flash যেটা রাতে 50MP ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলতে অনেকটা সাহায্য করবে।

মোটামুটি এই ছিল Tecno Pova 4 Pro এর সম্পর্কে বিভিন্ন জানা অজানা বিষয় । আশা করি আপনাদের ভালো লেগেছে।আজকের মত এখানেই শেষ করছি, ধন্যবাদ ।

Leave a Comment