চলুন জেনে নেওয়া যাক ইন্টারনেট টাইম ট্রাভেল মেশিন সম্পর্কে

আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভাল আছেন। আজ আমরা একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। কেমন হত যদি আমরা আমাদের পূর্বের জীবনে ফিরে যেতে পারতাম ! অবশ্য জিনিসটা অনেক মজার হতো। তাই না?

কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। কিন্তু আমরা চাইলে, ইন্টারনেটের পূর্বের অবস্থাগুলি দেখতে পারি। এই যেমন – পাঁচ বছর আগে একটি ওয়েবসাইট কেমন ছিল? অথবা 10 বছর পূর্বে গুগল দেখতে কেমন ছিল? এসব চাইলে আমরা দেখতে পারি। হুম – আজ আমরা সে বিষয়েই আলোচনা করব।

আমরা মূলত ওয়েব আর্কাইভ সাইটের মাধ্যমে, ইন্টারনেটে অবস্থিত সাইটগুলোর পূর্বের অবস্থা দেখতে পারি।  আচ্ছা তো প্রশ্ন হতে পারে যে ওয়েব আর্কাইভ কী? তো চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক ওয়েব আর্কাইভ কি?

ওয়েব আর্কাইভ কি?

ওয়েব আর্কাইভ মূলত একটি আমেরিকান ডিজিটাল লাইব্রেরিতে। আপনি এখানে বিনামূল্যে বিভিন্ন ধরনের সফটওয়্যার, গেমস, মিউজিক, Movies, ভিডিও এবং মিলিয়ন মিলিয়ন বই পাবেন। এবং মজার ব্যাপার হলো এই সবগুলো জিনিস কিন্তু বিনামূল্যে সকলের জন্য উন্মুক্ত। আপনি চাইলে সেখান থেকে বই ডাউনলোড করে পড়তে পারেন। 2022 সালের হিসাব অনুযায়ী ওয়েব আর্কাইভে ৩৪ মিলিওনেরও বেশি বই রয়েছে। এবং ওয়েব আর্কাইভ মেশিনে – ৬৮১ বিলিয়ান এর বেশি ওয়েব পেজ সেভ রয়েছে। 

তো বুঝতেই পারছেন।তথ্যের হিউজ কালেকশন তাঁদের কাছে রয়েছে। এই সেভ করা ওয়েবপেজ থেকেই, একটি সাইটের পূর্বে রূপ দেখা সম্ভব। যেমন ধরুন – বাংলাদেশের জনপ্রিয় নিউজ পোর্টাল সাইট প্রথম আলো। এটা তো আমরা সবাই জানি তাই না? প্রথম আলো পাঁচ বছর আগে দেখতে কেমন ছিল? সেটা দেখতে পারলে কেমন হত মজার না! আপনি কিন্তু ওয়েব্যাক মেশিনের সাহায্যে। খুব সহজেই সেটা দেখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে – 

প্রথমেই ইন্টারনেট ওয়েব আর্কাইভ এর অফিসিয়াল ওয়েবসাইটে https://web.archive.org/ চলে যাবেন – 

এবার নিচের মতো পেজ দেখতে পাবেন –

এবার খালি বক্সে আপনার নির্দিষ্ট ওয়েবসাইটের  এড্রেস দিয়ে এন্টার করুন। 

তাই আমি এখানে প্রথম আলোর অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে এন্টার করেছি। আপনি চাইলে অন্য কোন ওয়েব সাইট দিয়েও সে সাইটের পূর্বের বিভিন্ন তথ্য দেখতে পারেন। 

উপরের ফটোতে আমরা দেখতে পাচ্ছি যে – 2000 সাল থেকে 20022 সাল পর্যন্ত প্রথম আলোর প্রায় 11,652 টি পেজ সেভ রয়েছে। এবং আপনি চাইলেই সেই পেজগুলো দেখতে পারেন। তো এখন আমরা দেখব। 2001 সালে প্রথম আলো দেখতে কেমন ছিল।

তো দেখতেই পাচ্ছেন 2001 সালে প্রথম আলোর হোম পেজ দেখতে এমনই ছিল (এই লিংক থেকে আপনিও এটি দেখতে পারেন)। 20 বছর পর এসে এখন আমরা কতটা পরিবর্তন দেখতে পাচ্ছি তাইনা?  মজার না ব্যাপারটা? আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। ইভেন আমি তো প্রতিদিনই সাইটটি ব্যবহার করি। আপনার কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু।

ঠিক এ ভাবেই আপনি কিন্তু চাইলে যে কোনও ওয়েবসাইটের পূর্বের ডাটা দেখতে পারেন। মজার না ব্যাপারটা। আপনি যদি আপনি যদি জিনিসটা প্রথমবারের মত জেনে থাকেন, লেখাটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনার ভাল লাগা খারাপ লাগা কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ ধরে আমাদের ব্লগটি জন্য ধন্যবাদ❤

1 thought on “চলুন জেনে নেওয়া যাক ইন্টারনেট টাইম ট্রাভেল মেশিন সম্পর্কে”

Leave a Comment