Hello বন্ধুরা আমরা আমাদের আজকের আর্টিকেলে স্যামসাং গ্যালাক্সি a52 বাংলাদেশ প্রাইস জানাবো। ফোনটি বাংলাদেশ মার্কেটে 2022 সালে এসে এই মুহূর্তে অফিশিয়ালি এবং আনফশিয়ালি কত টাকায় পাওয়া যাচ্ছে এবং সেই সাথে Samsung Galaxy A52 টি আমার কাছে কেমন লেগেছে এবং ফোনটি ইন্ডিয়া বাজারে এই মুহূর্তে কত দাম রয়েছে সেটাও জানাবো।
স্যামসাং গ্যালাক্সি A52 বাংলাদেশ প্রাইস

এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি A52 বাংলাদেশ প্রাইস হলো 8+128GB Official variant এর দাম ৩৩,৯৯৯ বা ৩৪,০০০ টাকা।
তবে বিভিন্ন শপ ভেদে এর আনঅফিশিয়াল ফোনের দামের তারতম্য হতে পারে। তাই আনঅফিশিয়াল ফোনের দাম উল্লেখ করছি না। তবে স্বভাবতই অফিশিয়াল ফোনের দাম থেকে আনঅফিশিয়াল ফোনের দাম বেশ কিছুটা কম ই হয়ে থাকে। তাই আনঅফিশিয়াল ফোনের দাম উল্লেখ করতে পারছি না।
Samsung Galaxy A52 Price In India
Samsung Galaxy A52 Price In Bangladesh (BD) তো আমরা জেনে নিলাম চলুন এবার এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে ফোনটির দাম কত চলছে সেটা জেনে আসা যাক।

এই মুহূর্তে ইন্ডিয়া মার্কেটে Galaxy A52 6+128 GB variant এর দাম ₹24999 বা ₹25000। যেটা বাংলাদেশের থেকেও বেশ অনেকটা । যদিও এখানে 6+128GB টার দাম এবং বাংলাদেশি টা 8+128GB এর দাম উল্লেখ করা হয়েছে। কিন্তু তারপরেও India থেকে বাংলাদেশে ফোন আসতে আসতে ফোনের দাম বেশ অনেকটাই যেন বেড়ে যায়।
You may also like
Conclusion
সময়ের সাথে সাথে কিন্তু ফোনের দাম ও বাড়ে কমে, যেমন Galaxy A52 যখন প্রথম 2021 সালে রিলিজ হয়েছিল তখন কিন্তু এটার দাম ছিলো 39,999 বা 40000Tk . এখন আবার বেশ কিছুটা কমেছে। তাই আপডেট দাম জানতে Samsung Official website visit করুন। অথবা Trick24BD এর সাথেই থাকুন। আমরা চেষ্টা করবো রেগুলার দাম আপডেট করার।
আশা করি এই মুহূর্তে স্যামসাং গ্যালাক্সি A52 বাংলাদেশে প্রাইস কত সেটা জানতে পেরেছেন। এবং সেই সাথে আমরা ইন্ডিয়ান প্রাইস ও জানাতে চেষ্টা করেছি। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। আপনাদের সঠিক তথ্য দিয়ে সেবা করাই আমাদের সাফল্য। ধন্যবাদ ❤️
1 thought on “স্যামসাং গ্যালাক্সি A52 বাংলাদেশ প্রাইস | Samsung Galaxy A52 Price In BD (2022)”