ভর্তুকি কি ? কাকে বলে? | What is Subsidy Bangla

আপনি কি জানেন ভর্তুকি কি ? বা মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে প্রণোদনা কি বা এই ভর্তুকি শব্দের অর্থ কি? যদি এমন প্রশ্ন মনে এসে থাকে কিংবা না জেনে থাকেন যে ভর্তুকি কি? তাহলে এই লেখাটি আপনার জন্য। আশা করি ভর্তুকি কি? তার Answer আজকের লেখা থেকে পেয়ে যাবেন। এবং কেউ যদি এই পর আপনাকে প্রশ্ন করে যে ভর্তুকি কি? তাহলে আপনি বড় ভাইয়ের মতো সুন্দর করে বুঝিয়ে দিতে পারবেন যে । হ্যা এটাই ভর্তুকি। 😁

ভর্তুকি বা প্রণোদনা কি? (what is Subsidy)

ভর্তুকি এর ইংরেজি প্রতিশব্দ হল – Subsidy। ভর্তুকি হল মূলত এক ধরণের সরকারি প্রণোদনা বা এক প্রকার আর্থিক সহায়তা যা সাধারণত অর্থনৈতিক ও সামাজিক নীতি প্রচারের উদ্দেশ্যে অর্থনৈতিক খাতকে প্রসারিত করতে ভূমিকা রাখে।

যদিও ভর্তুকি যে সব সময় যে সরকার থেকেই হতে হবে এমন কিন্তু কোন কথা নাই। এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, হতে পারে কোন এনজিও বা কোম্পানি থেকে ভর্তুকি দিচ্ছে, কিংবা সরকারী ভাবেও হতে পারে। অর্থাৎ ভর্তুকি হচ্ছে এক প্রকার আর্থিক সহায়তা বা প্রণোদনা।

এক কথায় বলতে গেলে – কোন কিছুর আসল মূল্য থেকে সরকার বা সংশ্লিষ্ট প্রশাসন কিংবা সংস্থা কতৃক সাধারণত মানুষের কল্যাণে যে আর্থিক প্রণোদনা দিয়ে দিয়ে উক্ত জিনিসের দাম কমিয়ে রাখে সেটাই মূলত ভর্তুকি

বিভিন্ন খাতে ভর্তুকি

ভর্তুকি বিভিন্ন খাতে দেখা হয়ে থাকে – যেমন কৃষি খাতে ভর্তুকি দিয়ে কৃষক দের কল্যাণে কৃষি সংশ্লিষ্ট জিনিস যেমন – ট্রাক্টর, বীজ, সার ইত্যাদিতে কিন্তু আসল মূল্য থেকে কম মুল্যে বাজারে বিক্রি হয়ে থাকে। আর যেটা কম দেওয়া হয় সেটা সরকার কিংবা প্রশাসন অথবা কোন সংস্থা বহন করে থাকে।

প্রণোদনা কি

আর একটু সহজ করে বলি যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় – মনে করুন বিশ্ববাজারে তেলের বাজার মূল্য ২০০ টাকা লিটার। এখন আপনি আমি মানে সাধারণ জনগণের জন্য কিন্তু ২০০ টাকা দিয়ে তেলের লিটার কিনতে গেলে আমাদের ওপর মানে সাধারণ জনগণের ওপর বেশ চাপ সৃষ্টি হয়ে যাবে।

তাই সরকার কি করলো সাধারণ মানুষের সুবিধার্থে ২০০ টাকা দিয়ে বিশ্ববাজার থেকে তেল কিনে সেটা দেশের বাজারে ১০০ টাকা করে বিক্রয় করলো। এখানে কিন্তু প্রতি লিটারে সরকার ১০০ টাকা লসে দেশের বাজারে তেল বিক্রি করছে। এই যে ১০০ টাকা লিটারে লস জনগণের কল্যাণে সরকার মেনে নিচ্ছে এটাই মূলত ভর্তুকি বা প্রণোদনা

শেষ কথা

আমরা বিভিন্ন জনিসে কিন্তু ভর্তুকি বা প্রণোদনা পেয়ে থাকি, এগুলা কি সরকার নিজের পকেট থেকে দেয়? না এগুলা জনগনের ই সম্পদ জনগণের মাঝেই সেটা বিভিন্ন ভাবে বণ্টন করা হয়ে থাকে। আশা করি আমাদের লেখাটি পড়ার পর ভর্তুকি বা প্রণোদনা নিয়ে কোন সংশয় নাই। যদি থেকে থাকে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন । ধন্যবাদ ❤

Leave a Comment