আচ্ছা আপনি কি জানেন ? কম্পিউটার বাস কি? কত প্রকার? কি কি? এবং কিভাবে কাজ করে? যদি আপনার প্রশ্নের উত্তর হয় না। অথবা আপনি কিছুটা জানেন এবং আরো ভালো করে What is computer Bus জানতে চান। তাহলে এই লেখাটি আপনার জন্য।
আজকের লেখায় আমরা Computer বাস কি? কম্পিউটার বাস কত প্রকার ও কি কি, সিস্টেম বাস কি, কম্পিউটার বাস কি কাজ করে, কম্পিউটার বাস কি কি কাজে ব্যবহার হয় ইত্যাদি মানে কম্পিউটার বাস নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারনা দেওয়ার চেষ্টা করবো। তো আপনি যদি Computer Bus নিজে জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
প্রথমে চলুন কম্পিউটার বাস কি সে সম্পর্কে জেনে আসা যাক –
কম্পিউটার বাস কি? (What Is computer Bus?)
কম্পিউটারর দুনিয়ায় বাস (বাস হচ্ছে ল্যাটিন শব্দ ওমনিবাসের সংক্ষিপ্ত রূপ) হচ্ছে যোগাযোগের এমন একটি সিস্টেম যার মাধ্যমে একটি কম্পিউটারের মধ্যে কিংবা অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করে। আমরা যেমন রাস্তায় বাসে চলাচল করে থাকি ঠিক তেমনি কম্পিউটার ও কিন্তু বাসের ভেতর দিয়ে তার ডাটা ট্যান্সফার করে থাকে। তাই আমরা এক কথায় বলতে পারি যে –
কম্পিউটার বাস হচ্ছে একগুচ্ছ তার, যার মধ্য দিয়ে ডিজিটাল ডেটা (0,1) চলাচল করতে পারে তাকে Computer Bus বলে।
আশা করি কম্পিউটার বাস কি বুঝাতে পেরেছি। এই বাস কিন্তু আবার কয়েক প্রকার বা কয়েক ধরণের হয়ে থাকে চলুন এবার সেগুলা নিয়ে আলোচনা করা যায়।
কম্পিউটার বাসের প্রকারভেদ (Type Of Computer Bus)

কপিউটার বাসের প্রকারভেদ –
কম্পিউটার বাস প্রধানত দুই প্রকার –
- সিস্টেম বাস (System Bus)
- এক্সপানশন বাস (Expansion Bus)
চলুন এবার এই বাসগুলার কি কি প্রকারভেদ আছে সে সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক।
১. সিস্টেম বাস (System Bus)
কম্পিউটার বাস বলতে মূলত এই সিস্টেম বাস কে ই বোঝায়। অনেক সময় কিন্তু আমাদের এক্সামে এমন প্রশ্ন ও হয়ে থাকে যে – কম্পিউটার বাস বলতে কোন বাসকে বোঝায়? উত্তর হচ্ছে সিস্টেম বাস।
এই সিস্টেম বাস কিন্তু আবার তিন প্রকার –
- এড্রেস বাস (Address Bus)
- কন্ট্রোল বাস (Control Bus)
- ডেটা বাস (Data Bus)
২. এক্সপানশন বাস (Expansion Bus)
এক্সপানশন বাস মূলত কম্পিউটারের পেরিফেরাল ডিভাইসের সাথে সম্পর্ক স্থাপন করে। এখন প্রশ্ন আসতে পারে যে পেরিফেরাল ডিভাইস কি? পেরিফেরাল ডিভাইস ঐ সমস্ত ডিভাইসকে বলা হয়ে থাকে যেগুলা ছাড়াও কম্পিউটার চলতে পারে। যেমন – কিবোর্ড, মাউস, স্ক্যানার, প্রিন্টার, স্পীকার। এগুলা ছাড়াও কিন্তু কম্পিউটার চলতে পারে।
এক্সপানশন বাস কিন্তু বিভিন্ন ধরণের হয়ে থাকে নিচে কয়েকটি তুলে ধরা হল –
- ISA (Industry Standard Architecture)
- EISA (Enhanced Industry Standard Architecture)
- USB (Universal Serial Bus)
- LAN (Local Area Network)
- AGP (Accelerated Graphics Port)
FAQ About Computer Bus
কম্পিউটার বাস বলতে কোন বাসকে বোঝায়?
কম্পিউটার বাস বলতে মূলত সিস্টেম বাসকে বোঝানো হয়।
কোনটি One way Bus?
Address Bus
কোনটি একমুখী বাস?
Address Bus
কোন বাস ডেটাকে নিয়ন্ত্রণ করে?
Control Bus ডেটাকে নিয়ন্ত্রন করে।
কোনটি Two Way Bus?
কন্টোল বাস এবং ডাটা বাস দুটোই উভয়মুখি বাস।
কোনটি উভয়মুখি বাস?
Control bus and Data Bus both are two way buses.
কোন বাস ডেটা আদান প্রদান করে ?
ডেটা বাস তথ্য আদান প্রদান করে।
সবচেয়ে দ্রুতগামী বাস কোনটি?
ফায়ারওয়ার (Firewire) বা IEEE 1394 হচ্ছে সবচেয়ে দ্রুতগামি বাস।
Conclusion
আশা করি কম্পিউটার বাস কি? এ নিয়ে আর কোন প্রশ্ন নেই। আমি যথাসাধ্য চেষ্টা করেছি কম্পিউটার বাস কি? এর প্রকারভেদ এবং সেগুলার বিস্তারিত তুলে ধরতে। আশা করি আপনাদের ভাল লেগেছে। লেখাটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর কোন ধরনের মন্তব্য থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। ধন্যবাদ ❤
1 thought on “কম্পিউটার বাস কি ? কাকে বলে? প্রকারভেদ এবং বিস্তারিত | What is Computer Bus? Details”