প্রতিনিয়ত কিন্তু আমরা প্রযুক্তির নানা পরিবর্তন এর সম্মুখীন হচ্ছি। সেই সাথে তাল মিলিয়ে প্রতিটা কোম্পানি, Social Media ও তাদের ফিচারে আনে নানা রকম পরিবর্তন। তেমনি Meta ও তাদের Social media গুলাতেও কিন্তু নানা পরিবর্তন এনেছে।
এ পর্যন্ত কিন্তু আমরা ফেসবুকের নানা পরিবর্তন এর সম্মুখীন হয়েছি, রিয়াকশন বাটন, ভিডিও সেকশনের মতো বড় বড় পরিবর্তন থেকে শুরু করে পরিবর্তন এসেছে প্রায় প্রতিটা section এ ও। ঠিক তেমনি এবার কিন্তু ফেইসবুক অনান্য প্লাটফর্মের মতো Facebook Page এ ও Article section যুক্ত করলো।

তবে এ পরিবর্তন হয়তো শুধুমাত্র বেটা ফিচারের জন্য এনাবেল করা হয়েছে। সব পেইজের জন্য এখনো Enable হয়নি, আমি আমার ব্যাক্তিগত একটি পেইজে Article section পেয়েছি।

তবে আমার অনান্য পেইজ গুলাতে এখনো এই সেকশন টি আসেনি, আশা করি আস্তে আস্তে সব পেইজ গুলাতে এই সেকশন টি Enable হবে।
মজার ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এই ফিচার টি এর আগে অনান্য অনেক প্লাটফর্ম এ ই দেখেছি, যেমন – Linkedin Write article section

এছাড়াও আমরা অনান্য অনেক Social Media তে কিন্তু আমরা এই Section টা দেখেছি। তবে Facebook page কিন্তু এটা নতুন।এবং আশা করা যাচ্ছে ফেইসবুক এটাতেও মেটার Ads এর এর মাধ্যমে Earning এর কোন Option রাখবে।
এখনো অফিশিয়ালি তেমন কোন নিউজ পাওয়া যাইনি এটা নিয়ে। যেহেতু ফিচার টি এখনও Beta section এর রয়েছে । আশা করি সবার জন্য Available হলে এটা নিয়েও মেটার কোন পরিকল্পনা অবশ্যই আছে।
আপনাদের কারো পেইজে কি এই Section টা Enable হয়েছে? হলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। আর এই Article section নিয়ে আপনি কি ভাবছেন সেটাও আমাদের জানাতে পারেন। ধন্যবাদ ❤