Windows 10 ইউজারদের জন্য জরুরি সতর্কবার্তা দিল মাইক্রোসফট

windows 10 latest update news

হেলো বন্ধুরা কী অবস্থা সবার, আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমরা মূলত উইন্ডোস ইউজারদের জন্য একটি টেক নিউজ নিয়ে এসেছি। যেটা আমি মনে করি প্রায় সকল উইন্ডোজ ইউজার দের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ আমরা প্রায় সবাই উইন্ডোস 10 ব্যবহার করে থাকি। আজকের নিউস টা ও উইন্ডোস 10 সম্পর্কিত। দেরি না করে চলুন জেনে আসা যাক –

উইন্ডোজের কিছু কিছু ভার্শনে এখন থেকে আর কোনও সিকিউরিটি আপডেট আসবে না। আপনি যদি উল্লেখিত ভার্সনগুলো যে কোনও একটি ব্যবহার করে থাকেন তাহলে ম্যালওয়ার থেকে বাঁচতে বা সিকিউরিটি আপডেট পেতে আপনার Windows মেশিন টিকে আপডেট করুন।

এক বিবৃতিতে Microsoft জানায় যে – এখন থেকে Windows 10 কনজ্যুমার ডিভাইস ও নন-ম্যানেজ বিজনেস ডিভাইসে অটোমেটিক ফিচার আপডেট করা হবে। যাতে করে ডিভাইসগুলা আরো বেশি নিরাপদ থাকতে পারে। পিসির সিকিউরিটি এবং হেলথ সম্পর্কিত যে কোনও ধরনের আপডেট অটোমেটিক্যালি ইউজাররা তাদের পিসিতে পেয়ে যাবে।

Microsoft এর এই ইওএস আপডেট আগামী মাস থেকে Windows 10 21H1 এর প্রায় সকল ভার্শনের ক্ষেত্রে কার্যকর হবে বলে জানা গেছে।

যে সব Version এর ক্ষেত্রে কার্যকর হতে যাচ্ছে আপডেটগুলো-

  • Windows 10 Enterprise version 21H1
  • Windows 10 Enterprise multi-session, version 21H1;
  • Windows 10 Education, version 21H1
  • Windows 10 IoT Enterprise, version 21H1;
  • Windows 10 Home, version 21H1
  • Windows 10 Pro, version 21H1
  • Windows 10 Pro Education, version 21H1
  • Windows 10 Pro for Workstations, version 21H1

আপনি যদি উপরে উল্লেখিত উইন্ডোস Version গুলার যে কোনও একটি ভার্সন ব্যবহার করে থাকেন। তাহলে যত দ্রুত সম্ভব আপনার পিসি থেকে আপডেট করে ফেলুন। কেননা মাইক্রোসফটের উল্লেখিত আপডেটের পর আপনি কিন্তু আপনার পিসিতে প্রয়োজনীয় সিকিউরিটি আপডেট থেকে বঞ্চিত হবেন।

তবে আমার মতো যারা Windows 10, version 20H2 বা তার পরের ভার্সন ব্যবহার করছেন  Settings > Update & Security > Windows Update > Check for updates অপশনে গিয়ে নতুন কোন আপডেট এসেছে কিনা তা চেক করে নিতে পারবেন।

তো এই ছিল আজকে আমাদের কুইক টেক নিউস। আপনি যদি উইন্ডোজের হয়ে থাকেন তাহলে আশা করি আজকের আর্টিকেল টি আপনার ভালো লাগবে। আমাদের লেখা নিয়ে কোনও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। এই লেখাটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করে ফেলুন। ধন্যবাদ।

1 thought on “Windows 10 ইউজারদের জন্য জরুরি সতর্কবার্তা দিল মাইক্রোসফট”

Leave a Comment