গ্রামীনফোনের সিম বিক্রিতে আবারো নিষেধাজ্ঞা জারি করলো বিটিআরসি

আমরা প্রায় সবাই জানি যে গত জুন মাসের দিকে একবার গ্রামীণ সিম কোম্পানিকে সিম বিক্রির নিষেধাজ্ঞা দিয়েছিল বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যার কারণে জুন মাসের শেষের দিক থেকে কিন্তু গ্রামীণ সিম কোম্পানি তাদের নতুন সিম বিক্রয় বন্ধ করে দেয়। মূলত গ্রামীণ সিমের সেবার মান উন্নয়নের লক্ষ্যেই বিটিআরসির এই উদ্যোগ।

বিটিআরসির নিষেধাজ্ঞা জারির পর প্রায় আড়াই মাস গ্রামীণ ফোন সিম কোম্পানি তাদের নতুন সিম বিক্রি বন্ধ রাখে। কিন্তু গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় কিন্তু গ্রামীন সিমের আবারও কিছু বিক্রয় দেখা যায়। গ্রামীণ ফোন সিম কোম্পানি থেকে জানানো হয় যে পূর্বে অনুমোদিত সিম থেকেই তাঁরা এই সিমগুলি বিক্রি করছে।

গত নভেম্বরের ৬ তারিখে BTRC বাংলাদেশে মোবাইল নেটওয়ার্কের মান পর্যবেক্ষণের জন্য QOS নামে একটি বেঞ্চমার্কিং সিস্টেম চালু করেন।

সে অনুষ্ঠানে হওয়া সাংবাদিক সম্মেলনে – সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার জানান যে –

সেবার মান নিশ্চিত না করা পর্যন্ত গ্রামীনফোন নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না, তারা পুরান সিম বিক্রির সুযোগে নতুন গ্রাহক তৈরি করছিলেন। সেবার মান বাড়াতে না পারলে নতুন গ্রাহক তৈরির দরকার নেই।

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার –

মোস্তাফা জব্বারের এই বিবৃতি থেকে আমরা জানতে পারি যে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে গ্রামীণ ফোন কোম্পানি সীমিত আকারে তাদের যে সিম আবার বিক্রি শুরু করেছিল সেটিও এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হল। এবং যতদিন না পর্যন্ত সরকারের নিষেধাজ্ঞা না তুলে নিচ্ছে ততদিন কিন্তু গ্রামীণ ফোন সিম কোম্পানি তাদের নতুন সিম বাজারে বিক্রি করতে পারবে না।

গ্রামীণ ফোন সিম কোম্পানির সিম বিক্রির নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে BTRC এর চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানান যে –

যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়, সেদিন সেখানে নেটওয়ার্ক ভালো ছিল না। প্রধানমন্ত্রী নিজেই সেটা প্রত্যক্ষ করেছেন। মন্ত্রিপরিষদ সচিব আমাদের সচিবকে ফোন করে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এর আগেও প্রচুর অভিযোগ ছিল এবং এখনো আছে। সেবার মান খারাপ।

BTRC চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার

তিনি আরও বলেন –

এ ছাড়া আদালতে রিটও ছিল। এগুলো বিবেচনায় মন্ত্রী গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধের জন্য বলেছিলেন। এরপর সেনাবাহিনী, পুলিশের কাছ থেকে চাহিদা আসে, তারা সিম চায়। মন্ত্রণালয় থেকে নির্দেশনা আছে, নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা। কিন্তু আমি তো নতুন সিম বিক্রির অনুমতি দিইনি। পুরোনো সিম দিয়েছি, রিসাইকেল করার জন্য। এই পুরোনো সিম প্রায় ১৩ লাখ তাদের কাছেই ছিল।

BTRC চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার

বিগত জুনে যখন তাদের এই নিষেধাজ্ঞা দেওয়া হয় তার পর থেকে তাদের গ্রাহকসংখ্যা কমেছে প্রায় ৩৪ লাখ। তারপরো গ্রাহকদের ভেতরে কিন্তু তাদের চাহিদা বেশ বিদ্যমান। তিনি আরো জানান যে গন সেপ্টেম্বর মাসে BTRC GP Company কে পুরান সিম বিক্রির যে অনুমতি দিয়েছিল সেটা আবার প্রত্যাহার করা হল।

প্রিয় পাঠক, পাঠিকা আপনি পার্সনালি কোন সিম অপারেটর ইউজ করেন। এবং আপনি যদি জিপি বা গ্রামীণ ইউজার হয়ে থাকেন তাহলে আপনার মতামত কি সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ❤

Leave a Comment