আপনার Fiverr Gig Device Optimize তো ?

হেই ডুড কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমার দোয়ায় বেশ অনেক ভাল আছি। আজ আমি বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার খুজে পেয়েছি যেটা সব ফ্রীল্যান্সার দের জানা উচিত বলে আমি মনে করি বিশেষ করে যারা Fiverr ইউজ করে, তাদের জানা জরুরী। সেটা হচ্ছে তোমার Fiverr গিগ ইমেজ বা ভিডিও কি Device Optimized?

Device Optimize কি?

অনেকেই আছে যারা এই জিনিস টা জানিনা, যে Device Optimization কিন্তু অনেক জরুরী প্রায় সব ক্ষেত্রেই। মনে করো তুমি তোমার গিগে যে ইমেজ বা ভিডিও টা এড করলে সেটা যদি পিসিতে বা কম্পিউটারে ঠিক মতো দেখা না যায় কিন্তু ফোনে দেখা যায় তাহলে কিন্তু সেটা রেস্পন্সিভ গিগ হইলো না।

তোমার গিগ ইমেজ বা ভিডিও এমন ভাবে তৈরি করা উচিত যেন দুইটা ডিভাইসেই সুন্দর ভাবে দেখা যায়। একজন ব্লগার বা SEO কিন্তু এই Responsive webpage ব্যাপারটার সাথে বেশ আগে থেকেই পরিচিত বলে আমি মনে করি। কারন গুগল নিজেও রেস্পন্সিভ Website liké করে।

মজার ব্যাপার হচ্ছে আমি গত কাল আমার Fiverr account এ একটি ভিডিও গিগ পাব্লিশ করি এবং সেটা যখন ফোন দিয়ে প্রিভিউ দেখি তখন দেখি যে আমার ভিডিও প্রথমে দেখাচ্ছে না আমার 2nd Image টা শো করছে। আমি ভাবলাম আমার ভিডিও কই যাবে, পিসি দিয়া চেক করে দেখি সব ঠিক আছে ।

এর পর অনান্য গিগ গুলাও চেক করলাম দেখি সবটাতেই সেইম, ফোনের ব্রাউজার দিয়া গিগের ভিডিও সামনে শো করছে না ভিডিও দেখার জন্য গিগে ক্লিক করে প্রোফাইল পর্যন্ত যাওয়া লাগছে। তো আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম যে –

জিনিসটা যদি এমন হয়, আর আমার বায়ার যদি ফোন দিয়ে ফাইবার ইউজ করে তাহলে তো আমার গিগের ভিডিও তার সামনে শো করবে না,শো করবে আমার গিগের Primary Image. এজন্য আমাদের উচিত গিগের ভিডিওর থাম্বনেইলস Eye catchy করার সাথে সাথে Gig Image এর দিকেও খেয়াল রাখা।

কোন Device এর জন্য Optimize করা বেশি জরুরী?

আমি যখন ফোন দিয়ে গিগ চেক করছিলাম একটা জিনিস খেয়াল করলাম যে – ফোনের ব্রাউজার দিয়ে দেখা গিগ গুলার ইমেজ বেশ লো কোয়ালিটি শো করছে এবং সেই সাথে ভিডিও ও প্রথমে শো করছে না। তো আমি এটা বোঝার ট্রাই করলাম যে আসলে ফোনের জন্য আমার গিগের ইমেজ অপটিমাইজেশন কতখানি জরুরী?

আমার গিগ কি ফোন দিয়ে মানুষ দেখতে আসবে? মানে আমার বায়ার রা ফাইবার কোন ডিভাইস বেশি ইউজ করে যখন ফাইবার ব্যাবহার করে। আমি সেটা দেখার জন্য Similarweb এর সাহায্য নেই।

Fiverr user Device Distribution data

According to Similarweb Data ফাইবারে 85.16% ইউজার পিসি বা ডেক্সটপ ব্যাবহার করে ব্রাউজ করে এবং বাকি 14.84% user মোবাইল ডিভাইস ইউজ করে ফাইবার ইউজ করে।

তার মানে আমি এটা ধারনা করতেই পারি যে আমাদের ফোনের থেকে ডেস্কটপ বা পিসির জন্য আমাদের গিগ ওপ্টিমাইজ করা বেশি জরুরী। তার মানে এই নয় যে আমরা ফোনের জন্য আমাদের গিগ Optimize করবো না অবশ্যই সেটাও আমাদের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি।

Fiverr user Device Distribution data

উপরের ডাটা থেকে আমরা এটা দেখতে পাই যে, গত অক্টবর মাসে Fiverr এ ডেস্কটপ ইউজার এবং ফোন ইউজার কত ছিলো এবং টোটাল ইউজার ও কত ছিলো । এটা থেকে আমরা খুব সুন্দর ভাবে বুঝতে পারি যে আমাদের গিগ ইমেজ বা আমাদের গিগের ভিডিও ফোনের থেকে পিসির জন্য বেশি অপ্টিমাইজেশন জরুরী। আশা করি বুঝতে পেরেছো।

Similarweb এর ডাটা কতটা Authentic ?

অনেকের মনে এই প্রশ্ন থাকতেই পারে যে Similarweb এর এই ডাটা কি আসলেই Valid নাকি, আমি একজন SEO, এবং ব্যাক্তিগত ভাবে সিমিলার ওয়েব গত তিন বছর ব্যাবহার করে আসছি। সেই দৃষ্টিকোণ থেকে এটা বলবো যে এটা 100% Valid ডাটা নয় তবে, এটা আমাদের একটা সম্ভব্য ধারনা দিয়ে সাহায্য করে এবং এটা প্রায় 80% Accurate data দেয় বলে আমি মনে করি।

Conclusion

আমরা আমাদের গিগ বা সার্ভিস টাকে র‍্যাঙ্ক করানোর জন্য কত চেষ্টা করি, এটা হয়তো অনেক সিলি একটা বিষয়, কিন্তু তাও একজন ফাইবার সেলার আপনার এগুলা জানা দরকার ছিলো বলে আমার মনে হয়েছে, তাই চেষ্টা করেছি জিনিস্টা সবার সাথে তুলে ধরা, ইউটিউবে বা ব্লগে সবাই গিগ SEO, Gig research নিয়ে কথা বলে Gig Device Optimize এর ব্যাপার টা কাওকে কখনো বলতে শুনি নাই তাই ভাবলাম তুলে ধরি। আশা করি নতুন কিছু জানতে পারবে।

আশা করি লেখাটি আপনাদের ভাল লেগেছে, যদি ভাল লেগেই থাকে তাহলে শেয়ার করতে পারেন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্স তো খোলা রইলো। ধন্যবাদ 😉❤

Leave a Comment