হেলো বন্ধুরা কী অবস্থা? সবার আশা করি সবাই অনেক ভালো আছো। আজ কিন্তু আমরা একটি অসাধারণ উইন্ডোজ সফটওয়্যার নিয়ে আলোচনা করব। যেটার নাম হচ্ছে – পি সি ম্যানেজার (PC Manager). এই এপ্লিকেশনটি দিয়ে মূলত উইন্ডোজের বিভিন্ন সফটওয়্যার এবং প্রোগ্রামগুলো অপ্টিমাইজ করা যায়।

সবথেকে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু উইন্ডোস এর একটি অফিশিয়াল অ্যাপ্লিকেশন। চলো দেরি না করে দেখে আসা যাক। কী কী থাকছে এই সফটওয়্যারটিতে এবং কেনই বা আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করা উচিত।
কেন ব্যাবহার করবো?
ওয়েল এই সফটওয়্যার টা কিন্তু একটি অ্যাডভান্স, অপটিমাইজেশন সফটওয়্যার। এটা কেন ব্যবহার করব এটা জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে ত কী কী ফিচার থাকছে? আর সেগুলো জানতে পারলেই আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই সফটওয়্যারটি আপনি কেন ব্যবহার করবেন এবং আপনার কী কী প্রয়োজন রয়েছে সফটওয়্যারটিতে।
Features OF PC Manager
PC Manager দিয়ে আপনি বেশ কিছু এডভান্স লেভেলের ফিচার ইউজ করতে পারবেন আরো বেশি সহজে এবংএর UI টা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। চলুন জেনে নেওয়া যাক কী কী ফিচার থাকছে পিসি ম্যানেজার সফটওয়্যারটিতে।
Boost your PC

আমরা পিসি ব্যবহার করতে করতে আমাদের ড্রাইভে অনেক আনওয়ান্টেড Temp ফাইল বা ক্যাশ ফাইলগুলো জমা হতে থাকে যার ফলে আমাদের পিসি তুলনামূলক স্লো কাজ করে। Boost your PC ফিচারের মাধ্যমে আপনি এক ক্লিকেই সব টেম্পোরারি File গুলোকে ডিলিট করে দিতে পারেন। এবং এতে করে আপনার পিসি কিন্তু আগের থেকে অনেক ফাস্ট কাজ করবে।
Manage your storage

Manage your storage ফিচারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পিসির স্টোরেজ ম্যানেজ করতে পারবেন।


ডিপ ক্লিনিক থেকে শুরু, করে অ্যাপস ম্যানেজ করা বড় ফাইলগুলোকে ম্যানেজ করা ওয়ান ক্লিকে ম্যানেজ করতে পারবেন। এবং ফাইল গুলা আলাদা করে ফেলতে পারবনে।
এছাড়া কত MB কিসে যায়গা ব্যাবহার করেছে সেটাও বুঝতে পারবেন।
ব্যাবহার না করলে বুঝতে পারবেন না। যে এটা কতটা ইউজফুল একটু সফটওয়্যার। আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন এবং একটু প্রিমিয়াম ভাবে আপনার পিসি ইউটিলাইস করতে চান তাহলে Software টি ইউজ করে দেখতে পারেন।
You May Also Like –
Health checkup

হেলথ চেকআপ অপশনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পিসির হেলথ চেক করতে পারবেন। এছাড়া আপনার পিসির স্টার্ট আপে কোন কোন অ্যাপ গুলো রয়েছে সেগুলো দেখতে পারবেন এবং চাইলে সেগুলো কে enable & disable ও করতে পারেন।
Professional anti-virus protection

আমরা অনেকেই প্রিমিয়াম অ্যান্টিভাইরাস কিনে থাকি। আমাদের পিসির ভাইরাস চেক করার জন্য এবং ক্লিন করার জন্য। কিন্তু পি সি ম্যানেজার কিন্তু একটি বেশ পাওয়ারফুল একটি অ্যান্টি ভাইরাস রয়েছে যেটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পিসির ভাইরাস এবং সেগুলো চেক করতে পারবেন। সব থেকে মজার হচ্ছে এটা কিন্তু পিসির ডিফল্ট অ্যান্টি ভাইরাস থেকে কিছুটা হলেও পাওয়ারফুল। তাই আপনার পিকেএসএফ রাখতে হলে এটি একবার অবশ্যই ব্যবহার করে দেখবেন।
Conclusion
আশা করি PC manager সম্পর্কে একটা ক্লিয়ার ধারনা দিতে পেরেছি। লেখাটা লেখাটা আপনার কাছে কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন আর কোনও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে একদমই ভুলবেন না। লেখাটি ভালো লাগে৷ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ ❤
1 thought on “Boost your PC’s performance With PC Manager”